টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪
গাজীপুর থেকে সংবাদদাতা : টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাৎক্ষণিকাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন, ঢাকাগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর জানান, ট্রেনের পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছে।