বাস উল্টে হবিগঞ্জে নিহত ৩, আহত ২
হবিগঞ্জ থেকে সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে পাড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে দুমড়েমুচড়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।