মুরাদনগরে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১
আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) থেকে : মুরাদনগরে ১০৪ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজাসহ মোঃ সোহেল নামে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল কাভার্ডভ্যান ড্রাইভার ও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
মুরাদনগর থানার এসআই আবদুল আজিজ জানান, আজ মুরাদনগর থানার মধ্যনগর গ্রামের মুরাদনগর- রামচন্দ্রপুর আঞ্চলিক মহাসড়কে জরুরি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে কুমিল্লা জেলা বুড়িচং থানার কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামের মোঃ মোহন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোহেলকে ১০৪ পিছ ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা, একটি কাভার্ডভ্যান আটক করে। গাড়িতে থাকা অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর রহমান জানান, এ ব্যাপারে মুরাদনগর থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এসআই আবদুল আজিজ। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।