স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের আপত্তি সত্ত্বেও শ্রীলংকান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে গিয়েই ম্যাচ খেলতে হবে তাদের। জানা গেছে, ওয়ানডে সিরিজের পর পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। পাকিস্তানের লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে না যেতে বোর্ডের কাছে অনুরোধ করে কেন্দ্রীয় চুক্তিতে থাকা শ্রীলংকান ৪০ ক্রিকেটার। কিন্তু তাদের আবেদন নাকচ করে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার কথা জানিয়েছে বোর্ড। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, ‘পাকিস্তানের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ওপর পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পর, এসএলসি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে অক্টোবরের ২৯ তারিখে লাহোরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে।’

Pakistan Vs Srilanka