আন্তর্জাতিক ডেস্ক : গেল ২০ দিন ধরে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে ইউক্রেনের এখন পর্যন্ত অন্তত ৫০০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। এমন দাবি করে তিনি আরো বলেন, রাশিয়ার উচিত হবে উক্ত অর্থ অতি সত্ত্বর ক্ষতিপূরণ হিসেবে ইউক্রেনকে পরিশোধ করা। তবে কী উপায়ে এই অর্থ আদায় করা হতে পারে, সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি শ্যামিহাল।
উল্লেখ্য, চলমান যুদ্ধে যদি কোনোভাবে রাশিয়াকে হারিয়ে জিতেও যায় ইউক্রেন, তবুও ইউক্রেনের ওরকম ক্ষমতা নেই রাশিয়াকে অর্থ আদায়ে বাধ্য করার। তবে শ্যামিহালের ধারণা, রাশিয়ার বাইরে থাকা রাশিয়ানদের অর্থ বা সম্পত্তি জব্দ করার মাধ্যমে উক্ত ক্ষতিপূরণ কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে। একইসাথে ইউক্রেনের মিত্রদের কাছ থেকে সহায়তা প্রার্থনা করে শ্যামিহাল তার বৈঠকটি শেষ করেন।