আন্তর্জাতিক ডেস্ক : ২০ দিনেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেনের উপর হামলায় রাশিয়ার অন্তত ৭ হাজার সৈন্য সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস আরো জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধে রাশিয়ান সেনারা নিহত হয়েছেন। বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, রাশিয়ার দেওয়া তথ্য, ইউক্রেনের দেওয়া তথ্য এবং যুদ্ধের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে এমন ধারণা করা হচ্ছে।
ওদিকে, ইউক্রেন দাবি করছে, দেশটিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে অন্তত সাড়ে ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে। তবে রাশিয়ার দাবি, ৫০০ জনের মত সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ৭২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ১৭০০ মানুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির অন্তত ৩০ লাখ জনগোষ্ঠী ইউক্রেন ছেড়ে আশেপাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।