আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ থামাতে এবং ইউক্রেনকে নো ফ্লাই জোন করতে যেন মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। আজ মঙ্গলবার কানাডার সংসদে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় ন্যাটো জোটের প্রতি এ আহ্বান জানান তিনি।
ভলোদমির জেলেনস্কি শুরুতেই এ দুর্যোগের মুহূর্তে কানাডাকে পাশে পাওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন থামাতে ইউক্রেনের উপর নো ফ্লাই জোন ঘোষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দয়া করে আকাশ বন্ধ করুন, দয়া করুন, আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করুন, বোমা হামলা থামান। গেল ২০ দিনের যুদ্ধেই ইউক্রেনের জনগণ বুঝে গিয়েছে তাদের আসল বন্ধু কারা।