বিনোদন রিপোর্টার: দীর্ঘদিন প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না শাকিব খানের। অথচ তারকা নায়কের ছবি দেখার অপেক্ষায় তার ভক্ত ও দর্শকরা। তাদের অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে।
জানা গেছে, আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে গলুই।
এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় আরও রয়েছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এরইমধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’
অন্যদিকে, অ্যাকশন ঘরানার সিনেমা বিদ্রোহীর মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। করোনা কমায় ঈদে এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
বিদ্রোহী সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। শাকিব ছাড়া এতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, মৃদুলাসহ অনেকে।
এ বিষয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘ঈদে ছবি মুক্তি যে কোনো শিল্পীর জন্যই আনন্দের। আবারও ভিন্নধর্মী ছবি নিয়ে দর্শকের কাছে হাজির হতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আশা করছি, ছবি দুটি দর্শকের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে।’