বিনোদন রিপোর্টার : দহরম ও মহরম দুই ভাই। তাদের অত্যাচারে মহল্লাবাসী অতিষ্ঠ। এদিকে দহরম ঊর্মিলাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু দুই ভাইয়ের সব কার্যকলাপ জানার পর সে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু দহরমও তার পিছু ছাড়তে রাজী নয়। অবশেষে ঊর্মিলাও শর্ত দিয়ে বসে দহরম ও মহরমকে। ‘দহরম-মহরম’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এ অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন সরদার রোকন।
নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
