অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়।
জানা গেছে, এইচটি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।