আন্তর্জাতিক ডেস্ক: ঝড়ো গতিতে ক্যাপিটল হিলে প্রবেশ করে জানালা দরজা ভাঙচুর, অফিস দখলে নেয়া- এটা কোনো প্রতিবাদ নয়। এটা হলো বিদ্রোহ। এটা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে ভয়াবহ ও নৃশংস হামলা চালায়। এর জবাবে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ওই মন্তব্য করেছেন। এ সময় তিনি তার সমর্থকদের বিরত থাকার জন্য টেলিভিশনে উপস্থিত হয়ে জাতির উদ্দেশে ট্রাম্পকে ভাষণ দেয়ার আহ্বান জানান। তিনি এই হামলাকে ‘স্বাধীনতার দুর্গে’ হামলা হিসেবে অভিহিত করেন। বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর এটা অপ্রত্যাশিত একটি হামলা।
এ খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার বক্তব্যে বলেন, শপথ পূরণ, সংবিধানকে রক্ষা এবং (ক্যাপিটল হিল) দখলের ইতি ঘটাতে জাতীয় টেলিভিশনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাষণ দেয়ার আহ্বান জানাই আমি। এই সময়ে, আগামী চার বছর গণতন্ত্রের মর্যাদা, সম্মান, আইনের প্রতি শ্রদ্ধা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।