সদ্যপ্রাপ্ত

‘এবারের বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বন্যা পরিস্থিতি অন্যসব বারের মত নয়। এবারের বন্যা দীর্ঘায়িত হতে পারে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সর্বস্তরের আওয়ামী নেতাকর্মীদের সতর্ক হয়ে কাজ করতে হবে।

রবিবার(২৬ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সাথে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের নেতাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এবারের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে লক্ষ্যে ইতোমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। তবে পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও পাশে থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় নিজ নিজ এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Check Also

‘সবাইকেই যেতে হবে কবরে, মাত্র সাড়ে তিন হাত জায়গায়’

অনলাইন ডেস্ক: রাজধানীর অভিজাত এলাকায় বিশাল বিশাল অট্টালিকা থাকলেও নতুন গড়ে উঠা পূর্বাচলে একটি প্লটের …

মানুষের আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বিএনপির নেতৃত্ব শূন্যতার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সমর্থন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *