আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির দরুণ এমনিতেই সীমিত আকারে হজের পরিকল্পনা করেছে সৌদি আরব সরকার। তবে হজের খুতবা এবার বাংলায় অনুবাদ করে প্রচার করা হবে বলেও জানা গেছে।
চলতি বছরের হজের খুতবা বিশ্বের অন্তত ১০টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে বলে জানিয়েছেন মক্কা ও মসজিদে নববীর ইমাম ড. আব্দুর রহমান সুদাইস। এক টুইট বার্তায় এ খবর প্রকাশ করেন তিনি।
যে ১০টি ভাষায় খুতবা অনুবাদিত হবে সেগুলো হচ্ছে, ইংলিশ, উর্দু, মালে, ফার্সি, ফরাসি, তুর্কি, রাশিয়ান, হাউসা, চীনা ও বাংলা।
এদিকে, কোভিড-১৯ মহামারির কারণে এবার মাত্র ১ হাজার মুসলিম হজে যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে এর মধ্যে ঠিক কতজন বিদেশি ও কতজন স্থানীয়, সে তথ্য জানা যায়নি।
মহামারির মধ্যেও হজের এমন সুব্যবস্থাপনার প্রশংসা করে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১২০০ বিশিষ্ট ব্যক্তি সৌদি আরবের বাদশার প্রশংসা করে বিবৃতি প্রদান করেছে।
হজ চলাকালীন কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে কাবাঘর এলাকা। এর মধ্য দিয়েও বিনা অনুমতিতে কেউ প্রবেশ করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।