সদ্যপ্রাপ্ত

এবার বাইডেনকেই নিষেধাজ্ঞা দিলো রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো রাশিয়ার বিপক্ষে নানা ধরণের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছিল। রাশিয়ার তেল-গ্যাস থেকে শুরু করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা।

ক্রমাগত এ নিষেধাজ্ঞার বিপরীতে এবার পদক্ষেপ নিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৩ জন ব্যক্তির উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এরা কখনই রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।

এই তালিকায় সবার প্রথমে যার নাম, তিনি হলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনও এই তালিকায় রয়েছেন। সাবেক ররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছিল, পশ্চিমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিবে রাশিয়া। সে প্রেক্ষিতে মঙ্গলবার বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

যে ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া : জো বাইডেন (প্রেসিডেন্ট), লয়েড অস্টিন (প্রতিরক্ষামন্ত্রী),  অ্যান্থনি ব্লিনকেন (পররাষ্ট্রমন্ত্রী), উইলিয়াম বার্নস (সিআইএ প্রধান), জ্যাক সুলিভান (নিরাপত্তা পরামর্শক), হিলারি ক্লিনটন (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), জেন পেসেকি (হোয়াইট হাউস সেক্রেটারি), মার্ক মিলে (চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ), দিলিপ সিং (বাইডেনের পরামর্শক), সামান্থা পাওয়ার (যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসক), হান্টার বাইডেন (জো বাইডেনের ছেলে), ওয়ালি আদেমায়ো (উপ-কোষাগার সেক্রেটারি), রিতা জো লুইস (চেয়ারম্যান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক)।

Check Also

“ইউক্রেন বুঝেছে তার আসল বন্ধু কারা”

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ থামাতে এবং ইউক্রেনকে নো ফ্লাই জোন করতে যেন মরিয়া হয়ে উঠেছেন …

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সঠিক সিদ্ধান্ত: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ক’দিন আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *