স্টাফ রিপোর্টার : করোনা মহামারির কারণে দেশব্যাপী চলছে লকডাউন। তবুও কঠোর লকডাউন উপেক্ষা করেই রাজধানীতে হেঁটে হেঁটে প্রবেশ করছেন হাজার হাজার মানুষ। সড়কে যানবাহন না থাকায় এসব মানুষের দুর্ভোগ যেন চরমে উঠেছে। রিকশা অথবা সিএনজি-তে করে অনেককে দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়েও গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, জরুরি পরিষেবার বাইরে যে বের হচ্ছেন তাকে পুলিশের চেকপোস্টে আটকে দেওয়া হচ্ছে। অনেককে জরিমানাও করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে এম্বুলেন্সে করে চলাচল করছেন। কঠোর লকডাউনে সড়ক ও মহাসড়কে বাস কিংবা কোন পরিবহন না থাকায় পায়ে হেঁটে কিংবা রিকসা, অটো ও ভ্যানে ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ।
এ ব্যাপারে টঙ্গি পশ্চিম থানার ওসি শাহ আলমের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল্লাহপুর সেতুর উত্তরে এবং কামাড়পাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজনের বাইরে যারা বের হচ্ছেন, তাদের আটকে দেওয়া হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে জরিমানাও করা হচ্ছে।