অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে (কভিড-১৯) ইতালির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে এটাই সর্বাধিক মৃত্যুর ঘটনা।
শুক্রবার ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারে দাঁড়িয়েছে। যা ইউরোপের কোনো দেশে সর্বোচ্চ।
সিএনএন ও আলজাজিরা জানায়, ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন কার্যকরে সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে সরকার।
লোম্বার্ডি অঞ্চলে সবচেয়ে বেশি এই ভাইরাস ছড়িয়েছে। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। তাদের সাহায্যে থাকা চীনের একদল মেডিকেল বিশেষজ্ঞ জানিয়েছে, লোম্বার্ডিতে লকডাউন কার্যকরে ‘কড়াকড়ি পর্যাপ্ত নয়’।
এদিকে করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০ জনে।
অন্যদিকে চীনের মূল ভূখণ্ডে স্থানীয়ভাবে নতুন কোনো করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরত ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র হুবেই প্রদেশে টানা তৃতীয় দিনের মতো কোনো সংক্রমণ হয়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানায়, করোনায় শুক্রবার দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ২৫৫ জন।