অনলাইন ডেস্ক: দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে খুলনায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৫জন। নতুন শনাক্ত হয়েছে ১৪৭০ জন। এ নিয়ে খুলনা বিভাগে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জন।
সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে খুলনার ১৩ জন, কুষ্টিয়ার ১৭ জন, যশোরের ছয়জন, বাগেরহাটের দু’জন, মাগুরার একজন, ঝিনাইদহের পাঁচজন, চুয়াডাঙ্গার দুজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় খুলনার ২৩৯, কুষ্টিয়ায় ২৯২, যশোরে ২৮৬, চুয়াডাঙ্গায় ১৫২, বাগেরহাটে ১২১, সাতক্ষীরায় ১০২, ঝিনাইদহে ৮৬, নড়াইলের ৭০, মাগুরার ৩৪ ও মেহেরপুরে ৮৮ জন আক্রান্ত হয়েছেন।