সদ্যপ্রাপ্ত
Five Bangladeshi Died in Kuait

কুয়েতে একই পরিবারের ৫ বাংলাদেশীর মৃত্যু

অনলাইন ডেস্ক : কুয়েতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের জুনেদ মিয়ার স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এসির কম্পেসার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। সোমবার বিকেলে কুয়েত সিটির সালমিয়াত এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকেয়া বেগম, পুত্র ফাহাদ ও ইমাদ, কন্যা জামিলা ও নামিলা। জুনেদ মিয়া বাইরে থাকায় বেঁচে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি সংজ্ঞা হারান। চিকিৎসার পর তিনি সুস্থ হন। নিহতদের লাশ মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে।
তাদের প্রতিবেশী জয়নাল আবেদীন জানান, এসির কম্পেসার বিস্ফোরণে পর ধোয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছে। জুনেদ মিয়া স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে প্রায় ১৫ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। কমলগঞ্জের বাড়িতে শুধু বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই।

Check Also

কল্পনাতেও ভাবতে চাই না রাজ আমার জামাই: পরীমণি

বিনোদন রিপোর্ট: ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। …

অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ: এমপি ছলিম উদ্দিন তরফদার

মোঃ মেহেদী হাসান সবুজ বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *