কেরানীগঞ্জ (ঢাকা) থেকে সংবাদদাতা : দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক চান মিয়া (৩২), যাত্রী ফালান মিয়া (২৫) ও আফজাল হোসেন (২৮)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার জানান, রাত ১টার দিকে ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে তিনজন অটোরিকশায় ওঠেন। বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনায় আরেক যাত্রী আহত হয়েছেন। তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান এসআই কাওসার।