বদলগাছী প্রতিনিধি।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার কোলাইউনিয়নপরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন) এর বিরুদ্ধে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন ভান্ডারপুর কৃত্রিম প্রজনন উপকেন্দ্রের নিজস্ব জমি অবৈধ্যভাবে দখল করে স্থাপনা/রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এলাকাবাসীর তরফ থেকে।নালুহার মৌজার ১২৩ নম্বর খতিয়ানভুক্ত ৩৫৬ নং দাগে ১১শতক, ৩৫৮ নং দাগে ২২শতক, ৩৫৯ নং দাগে ২০শতক, ৩৬১ নং দাগে ১০ শতক ৩৬৩ দাগে ১৭ শতক, মোট ৮০ শতক ( পুকুরসহ) জমি রয়েছে।
তথ্য সংগ্রহ কালে জানা যায়, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন অবৈধ্যভাবে উক্ত জমির মধ্যে হতে পুকুরের পশ্চিমাংশে পাড়সহ পুকুরের ৩০ বাই ৯০ ফুট জমিতে পিলার পুতে দখল করে নিয়েছে সরকারী অর্থায়নে রাস্তা নির্মাণের জন্য।
উপরোক্ত বিষয়ে বদলগাছী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে ১১/০৩/২০২৩ ইং তারিখে খবর পেয়ে ১২/০৩/২০২৩ ইং তারিখ দুপুর ১২ঘটিকায় একটি টিম নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তদন্তে ঘটনার সত্যতা পান এবং ঐ তারিখে অধিদপ্তরের বাসরকারের স্বার্থে উক্ত জমিতে রাস্তা বা স্থাপনা নির্মাণ বন্ধ করণের জন্য উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের নিকট আবেদন করেন ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট অনুলিপি প্রেরণ করেছেন বলে তিনি জানান।এছাড়াও তিনি বলেন ১৫/০৩/২০২৩ ইং তারিখে আইন শৃঙ্খলা সভায় উপরোক্ত বিষয়ে বিস্তারিত আলোচনাও করেছেন।অপরদিকে উক্ত প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় ভান্ডারপুর কৃত্রিম প্রজনন উপকেন্দ্রের নিজস্ব ৬০ ফুট দৈঘ্য ও ১০ ফুট প্রস্থ জমি অবৈধ্যভাবে দখল করে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি না নিয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন সরকারী অর্থায়নে ২১/০৬/২০২২ ইং তারিখে রাস্তা নির্মাণ শুরু করে। কোলা ইউনিয়ন এ আই টেকনিশিয়ান মুনযির মোমশাদ এর মাধ্যমে খবর পেয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য উক্ত তারিখে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের নিকট অভিযোগ করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাজমুল হক। অনুলিপি প্রেরণ করেন পরিচালক,রাজশাহী বিভাগ, রাজশাহী ও জেলা প্রশাসক নওগাঁ এবং চেয়ারম্যান কোলাসহ উর্ধতন কর্মকতার নিকট বলে জানান ।এরপরও উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন কোন পদক্ষেপ না নেওয়ায় চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বেপরোয়া হয়ে উঠে এবং পূনরায় স্থাপনা বা রাস্তা সরকারী অর্থায়নে নির্মাণের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের বিনা অনুমতিতে পিলারপুতে অবৈধ্যভাবে জমি দখল করেছে বলে প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাজমুল হক জানান। গত ১৬/০৩/২০২৩ ইং তারিখ বৈকাল আনুমানিক ৫ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে অভিযোগ প্রাপ্তি স্বীকার করেন এবং আইন শৃঙ্খলা সভায় প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক অভিযোগ বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়ে জেলা প্রশাসক নওগাঁর নিকট প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য লিখেছেন বলে জানান।