সদ্যপ্রাপ্ত

কোহলির চোখে আমিরই কঠিন

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তার হাতে ব্যাট থাকা মানে বোলারদের বুকে কাঁপন। কখন কার ওপর চড়াও হন এই ভেবে সব বোলারই থাকেন তটস্থ। আর বিরাট কোহলি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তবে সেই কোহলিও এক বোলারকে সামলাতে গিয়ে হিমশিম খান। তাকে মনে করেন এক কঠিন বোলার হিসেবে? এই বোলারটির নাম মোহাম্মদ আমির। তিনি পাকিস্তানের গতিদানব।
সম্প্রতি বলিউড তারকা আমির খানের সঙ্গে এক ‘টিভি শো’তে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন বোলার কে- এমন প্রশ্নে কোহলি বলেন, ‘বর্তমান সময়ে পাকিস্তানের মোহাম্মদ আমির (কঠিন বোলার)। বিশ্বের সেরা দুই-তিন বোলারের একজন সে। আমার ক্যারিয়ারে খেলা কঠিন বোলারদের একজন। অসাধারণ, খুবই ভালো একজন বোলার।’ আমিরের বিপক্ষে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন। সেটি এ বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। আর টেস্টে এখনও দেখা হয়নি এই দুই তারকা। এদিকে ২৪ বছর বয়সী পাকিস্তানের ফাস্ট বোলার আমিরও কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে আখ্যায়িত করেছিলেন।

Check Also

কল্পনাতেও ভাবতে চাই না রাজ আমার জামাই: পরীমণি

বিনোদন রিপোর্ট: ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। …

আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা

ফার্স্টনিউজবিডি রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজের গেট বন্ধ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *