স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তার হাতে ব্যাট থাকা মানে বোলারদের বুকে কাঁপন। কখন কার ওপর চড়াও হন এই ভেবে সব বোলারই থাকেন তটস্থ। আর বিরাট কোহলি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তবে সেই কোহলিও এক বোলারকে সামলাতে গিয়ে হিমশিম খান। তাকে মনে করেন এক কঠিন বোলার হিসেবে? এই বোলারটির নাম মোহাম্মদ আমির। তিনি পাকিস্তানের গতিদানব।
সম্প্রতি বলিউড তারকা আমির খানের সঙ্গে এক ‘টিভি শো’তে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন বোলার কে- এমন প্রশ্নে কোহলি বলেন, ‘বর্তমান সময়ে পাকিস্তানের মোহাম্মদ আমির (কঠিন বোলার)। বিশ্বের সেরা দুই-তিন বোলারের একজন সে। আমার ক্যারিয়ারে খেলা কঠিন বোলারদের একজন। অসাধারণ, খুবই ভালো একজন বোলার।’ আমিরের বিপক্ষে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন। সেটি এ বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। আর টেস্টে এখনও দেখা হয়নি এই দুই তারকা। এদিকে ২৪ বছর বয়সী পাকিস্তানের ফাস্ট বোলার আমিরও কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে আখ্যায়িত করেছিলেন।
Check Also
নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রচেষ্টায় ২০০ পিচ আম্পুল সহ মাদক ব্যবসায়ী আটক।
নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রচেষ্টায় ২০০ পিচ আম্পুল সহ মাদক ব্যবসায়ী আটক। এস এম মোস্তাকিম,নওগাঁ …
বদলগাছী তে কৃষি অফিসারের কার্যক্রমে ও তদারকিতে সন্তুষ্ট কৃষকেরা
বদলগাছী তে কৃষি অফিসারের কার্যক্রমে ও তদারকিতে সন্তুষ্ট কৃষকেরা বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা …