অনলাইন ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফিরে গিয়ে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করতে হবে ।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বেগম জিয়াকে কারাগারে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে। এর বাইরে আইনি কোনও সুযোগ নেই। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উনি সুচিকিৎসা পাচ্ছেন।
উল্লেখ্য, ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা আছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের মধ্যে যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
কয়েকবার প্রত্যাখ্যানের পরেও হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত ১১ নভেম্বর তার ভাই শামীম ইস্কান্দার পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এরপর সেটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।