নিজস্ব প্রতিবেদক : সরকারের নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার আগে আমাদের দলের অনেক সিনিয়র নেতাকে কারাগারে নেওয়া হয়েছে। সরকার নীলনকশা করছে, যাতে খালেদা জিয়া ও বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।’ বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কোথাও কোনো স্পেস দিচ্ছে না। বুধবার আমাদের কর্মসূচি ছিল বিকাল ৪টা পর্যন্ত। অথচ আমাদের বেলা ১টার মধ্যে শেষ করতে হয়েছে সরকারের চাপে।’
জাতীয় প্রেস ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কোথাও বিএনপিকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না দাবি করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিএনপি সব থেকে বেশি ভাড়া দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করতো। এখন তারা আমাদের ভাড়া দেয় না। একই অবস্থা জাতীয় প্রেস ক্লাবেও। পেশাজীবী সংগঠনগুলো যদি রাজনৈতিক হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে। আমি বলবো দয়া করে সবার প্রতি সমান আচরণ করুন। অন্যথায় এর ফলাফল ভালো কিছু বয়ে আনবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সারাদেশে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে নাশকতার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু আমাদের কর্মসূচি তো শান্তিপূর্ণ, সেখানে নাশকতার প্রশ্নই আসে না। আসলে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে এবং দলটি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য নীলনকশা করা হচ্ছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, খালেদা জিয়ার নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে তাকে মুক্ত করুন।’ সরকারকে নির্বাচনের অনুক‚ল পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, যাতে বিএনপি নির্বাচনে যেতে পারে।’ একইসঙ্গে তিনি দেশের সব পেশাজীবী ও সুশীল সমাজকে গণতন্ত্রের পক্ষে কথা বলার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ডালি, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
Check Also
উপ-নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি
স্টাফ রিপোর্টার : শুন্য হওয়া ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিবে বিএনপি। শনিবার(২৯ আগস্ট) দলের …
খালেদা জিয়া ‘ফিরোজায়’
স্টাফ রিপোর্টার: কারামুক্ত খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজায়’ পৌঁছেছেন। ২৫ মাসেরও বেশি সময় পর …