অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ডাক্তাররা বিদেশে চিকিৎসা নেয়ার কথা বললেও সরকার সে সুযোগ দিচ্ছে না- এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে জজকোর্টে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার হলেও সরকার তা নাকচ করেছে। এ সময় সরকার যা চায়, বিচারে তেমনই রায় হয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এমন মামলায় অনেকে জামিন পেলেও শুধু খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলেই জনগণের কথা না ভেবে শোষণ করছে। মনগড়া প্রবৃদ্ধির হারে উন্নয়ন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।