গোড়শাহী রাধাগোবিন্দ মন্দিরের ছাদ ঢালাইয়ের জন্য ৮ লক্ষ টাকা বাজেট প্রদান করলেন – এমপি ছলিম উদ্দিন তরফদার।
মোঃ মেহেদী হাসান সবুজ ( বদলগাছী, নওগাঁ প্রতিনিধি)
মহাদেবপুর -বদলগাছী আসনের সংসদ সদস্য জনাব ছলিম উদ্দিন তরফদার সেলিম, এমপি
(৪ মার্চ, ২০২৩ খ্রিঃ) রোজ: শনিবার ১নং বদলগাছী ইউনিয়ন এর গোড়শাহী গ্রামবাসীর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত উঠান বৈঠকে রাধা গোবিন্দ মন্দিরের ছাদ ঢালায়ের জন্য ৮ লক্ষ টাকা বাজেট প্রদান করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুধর্মালম্বীদের আস্থার ও বাংলাদেশের উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
উক্ত উঠান বৈঠক এ মন্দির কমিটির সভাপতি উওম কুমার রায় ও সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার এমপি মহোদয় কে ফুল দিয়ে বরন করেন।
উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আব্দুস সালাম মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, সদস্য মাহাবুব আলম জামিল, কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সহ মন্দির কমিটির সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।