সদ্যপ্রাপ্ত

চোরাকারবারী প্রসূন আজাদ

বিনোদন রিপোর্টার : চলতি বছরে বড় পর্দায় ফেরেন ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। সম্প্রতি তিনি শেষ করেছেন রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রটি। পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবি। এবার এ ছবিটির প্রথম গান মুক্তি পেলো গেল ১১ই নভেম্বর।

ইমন চক্রবর্তী ও নির্ঝর চৌধুরীর গাওয়া তানিয়া নুরের লেখা ‘পাখি’ শিরোনামের এই গানে একেবারে অন্যরূপে দেখা দিয়েছেন প্রসূন। দর্শকের সামনে এসেছেন স্থূলকায় একজন নারীর বেশে। চলচ্চিত্রটিতে প্রসূন অভিনয় করেছেন মাদক চোরাকারবারির চরিত্রে।

এ প্রসঙ্গে প্রসূন বলেন, এ চরিত্রের জন্য এমন চেহারাটাই দরকার ছিল।
মাঝে বেশ মুটিয়ে গিয়েছিলাম। তখনই এমন চরিত্রের প্রস্তাব আসে। তাই নিজেও অভিনয় করতে সম্মত হই।

এদিকে প্রথম গান প্রকাশ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, প্রথম গান রিলিজের পর ইতিবাচক সাড়া পাচ্ছি। পর্যায়ক্রমে আমরা আমাদের সিনেমার অন্য গানগুলোও রিলিজ দেবো। ছবিটির শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। শিগগিরই এটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।

প্রসূন ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, ইলোরা গহর, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী ও মারিয়া প্রমুখ।

Check Also

বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক: ‘উইল ইউ ম্যারি মি?’ এভাবেই বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা। অভিনেত্রীর বিয়ের প্রস্তাব শুনে …

গান ছাড়ছেন নোবেল?

বিনোদন রিপোর্টার: গত সোমবার মধ্যরাতে গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে বসলেন আলোচিত গায়ক মাইনুল আহসান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *