গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে ডিবি‘র অভিযানে ৪০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় মো.রাব্বি সরদারকে ৪০পিস ইয়াবা সহ আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি‘র পরিদর্শক মোহাম্মদ মাইনউদ্দিন এর নেতৃত্বে এসআই মো.মাহমুদুর রহমান ও ডিবির একটি টিমসহ ঝালকাঠি পৌরসভাধীন পূর্ব চাঁদকাঠী এলাকা থেকে তাকে আটক করেছে। সে পূর্ব চাঁদকাঠী মোঃ মজিবুর সরদারের পুত্র।
ডিবির পরিদর্শক মোহাম্মদ মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাব্বিকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।