গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী নিয়ে উদীয়মান সমাজকর্মী, বিশিষ্ট ঠিকাদার মো. পারভেজ মল্লিক আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার বেলা ১২টায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনিরের হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরব-পাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মরহুম হারুন মল্লিকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী পারভেজ মল্লিক।
উল্লেখ্য, পারভেজ মল্লিক বিগত দিন থেকে আওয়ামী লীগের সমর্থক থাকলেও দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে স্থানীয় শতাধিক নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিল, জেলা আ.লীগ সদস্য লস্কর আশিকুর রহমান দীপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. নুরুজ্জামান সেলিম, জেলা যুবলীগ নেতা কাওসার হোসেন মায়েজ মো. বাদল হোসেন, মনিরুল ইসলাম রুপম, মোস্তাফিজুর রহমান রিংকুসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
