ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাথরঘাটা ও আমুয়া মহাসড়কে তালতলা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি সাকুরা পরিবহনের বাস মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৫টার দিকে পাথরঘাটা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও আহত হয়েছে ৫ জন।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানিয়েছে এই বাসের ড্রাইভারের গাফিলতির কারণে এই দ‚র্ঘটনাটা ঘটেছে। স্থানীয় লোকজন আরও জানান এই ধরনের বেপরোয়া ভাবে গাড়ি যাতে আর না চালানো হয় এজন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।