গাজী মো. গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি থেকে: ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৮ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম ক্রয়ের শেষ দিনে ২৪টি ফরম বিক্রি করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মোট ভোটার ১২০৪ জন। বর্তমান জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন আলতাফ হোসেন মীর ও সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১০ ফের্রুয়ারি। মনোনয়ন বাছাই ১১ ফেব্রুয়ারি ও মনোনয়ন প্রত্যাহার ১৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত ২৪টি ফরম বিক্রি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানিয়েছে।
মনোনয়ন ফরম কোন কোন পদে বিক্রি হয়েছে বা কে কোন পদে প্রতিদন্দ্বিতা করবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে নির্ভর সূত্রে জানা গেছে,সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে পৌরসভা ও স্থানীয় সরকারের নির্বাচনেও এধরণের উৎসব মুখর পরিবেশ দেখা যায়নি।
ভোটারদের মুখে আনন্দের হাসি ও চায়ের দোকানে আড্ডায় তাদের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আনু জানান, নির্বাচনে ১৩টি পদে ভোট গ্রহণ হবে। ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে,তবে প্রার্থীরা কে কোন পদে প্রতিদন্দ্বিতা করবেন তা জানা যায়নি। মনোনয়ন ফরম দাখিলের পরে জানা যাবে।