অনলাইন ডেস্ক : জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এক ঝটিকা সফরে ঢাকায় আসছেন। ১৮ নভেম্বর তিনি ঢাকায় পৌছবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য ঢাকায় আসবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৯শে নভেম্বর মিয়ানমারে যাবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আসেমে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন তারা কোনো। সফর সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ইস্যু, দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা এবং এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার বার্তার বিষয়টি স্পষ্ট হবে এই সফরে।