সদ্যপ্রাপ্ত

তিশাকে নিয়ে ফারুকীর ‘শনিবারের বিকেল’

বিনোদন রিপোর্টার : আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন ছবির ঘোষণা দিয়েছেন। এর নাম ‘শনিবারের বিকেল’। এ ছবিতে অভিনয় করবেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা- এমনটাই জানালেন নির্মাতা ফারুকী।
এখনও মুক্তি পায়নি এই নির্মাতার বহুল আলোচিত ছবি ‘ডুব’। নতুন ছবির কাজ ডিসেম্বরেই শুরু করবেন বলে জানান তিনি। আজ মঙ্গলবার ফারুকী তার ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ডিসেম্বরে শুরু হবে আমার পরিচালিত নতুন ছবি ‘সাটার ডে আফটারনুন’ যার বাংলায় ট্যাগলাইন ‘শনিবারের বিকেল’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ‘ছবিয়াল’ থাকছে প্রযোজকের দায়িত্বে। এছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকছেন জার্মান প্রযোজক আনা কাচকোকে। ‘শনিবারের বিকেল’ ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ। ছবিতে অভিনয়ের জন্য কথা চলছে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির সঙ্গে। নতুন ছবিটিতে চমক দিতে চান ফারুকী।

Check Also

একাদশে ভর্তির আবেদন শেষ আজ

ফার্স্টনিউজবিডি রিপোর্ট: একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে আবেদন প্রক্রিয়া চলছে। বুধবার (২০ সেপ্টেম্বর) …

শিক্ষক নিয়োগ: ২৭০৭৪ জনকে নিয়োগের সুপারিশ

ফার্স্টনিউজবিডি রিপোর্ট: দফায় দফায় জটিলতার পর অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *