স্টাফ রিপোর্টার: নতুন বছরের শুরুতে তৃতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন এ ক্রিকেটার।
জানা গেছে, আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন সাকিব আল হাসান।
এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে হঠাৎ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। এরপর সেখানে প্রায় ১৮ দিন অবস্থান করার পর আজ রোববার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।
প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ভক্ত অনুরাগীদের নতুন একটি সুখবর জানিয়েছেন সাকিব আল হাসান, তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি।