সদ্যপ্রাপ্ত

ত্রিশালে অপ্রধান শস্য উৎপাদনবিষয়ক প্রশিক্ষণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ৪ দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। ত্রিশাল উপজেলা বিআরডিবি’র হল রুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচী’র সুফলভোগী ৪০ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সভাপতি হিসেবে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) ত্রিশালের সভাপতি নবী নেওয়াজ সরকার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, ত্রিশালে অপ্রধান শস্য প্রকল্পের (অ.দা.) মাঠ সংগঠক মোঃ
আক্তারুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *