বিনোদন ডেস্ক: গায়ক ইলিয়াস হোসেনের কাছ থেকে দেনমোহর চান তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।
তিনি বলেন, এত কিছু দিয়েও আমি ইলিয়াসের সাথে ঘর করতে পারলাম না। আমি আমার দেনমোহর আদায় করে ছাড়বো।
ফেসবুকে ভিডিও বার্তায় সুবাহ বলেন, ‘আমার অধিকার আমি ছাড়বো কেন? মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা বিষয়। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়াবো।’
সুবাহ বলেন, ‘অনেক আপু-ভাবিরা আছেন যারা মনে করেন- শুধু ডিভোর্স হয়ে গেলেই তারা দেনমোহর পাবেন। আসলে বিষয়টি তা নয়। ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিৎ দেনমোহর শোধ করে দেওয়া। অথবা পরবর্তীতে শোধ করে দেওয়া। কথা হলো- বাংলাদেশের মেয়েরা তো বিয়ে করার সময় এমনিই ঠকে। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেন মোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধ্য থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।’