সদ্যপ্রাপ্ত

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে এমপি মাদানীর শোক

ত্রিশাল, (ময়মনসিংহ) প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব রুহুল আমিন মাদানী।

মাদানী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরো বলেন, প্রিয় নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে আমি শোকাভিভূত। যোগ্যতা , দক্ষতা ও সততার সাথে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন।তার তিরোধানে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তিনি আগামী প্রজন্মের কাছে অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মৃত্যু হয়।

Check Also

একাদশে ভর্তির আবেদন শেষ আজ

ফার্স্টনিউজবিডি রিপোর্ট: একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপে আবেদন প্রক্রিয়া চলছে। বুধবার (২০ সেপ্টেম্বর) …

শিক্ষক নিয়োগ: ২৭০৭৪ জনকে নিয়োগের সুপারিশ

ফার্স্টনিউজবিডি রিপোর্ট: দফায় দফায় জটিলতার পর অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *