মোঃ মেহেদী হাসান সবুজ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় নওগাঁর বদলগাছীতে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার বদলগাছীতে ভোর রাত্রি ১২টা ০১মিনিটে প্রত্যুষে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু করা হয়।এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতি সৌধে নওগাঁ ৩ আসনের স্থানীয় সাংসদ সেলিম তরফদার এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, এনজিও, স্কুল ও কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির শুভ উদ্ভোধন করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে থানা পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে ও ক্রীড়া অনুষ্ঠান শেষে দেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ এফ, প্রমুখ।