বিনোদন ডেস্ক : বরাবরই সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন নায়িকা। তিনি মল্লিকা সারাওয়াত। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডার্টি পলিটিক্স’। ব্যবসাসফল না হলেও ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। বিশেষ করে আবেদনময়ী দৃশ্যগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল দর্শকদের কাছে। এরপর হঠাৎই ডুব। দীর্ঘদিন পর্দায় নেই বলিউডের এই অভিনেত্রী। তবে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন তিনি। মল্লিকা এবার ‘জিনাত’ নামে একটি ছবিতে কাজ শুরু করেছেন। মাস খানেক ধরে এর শুটিং চলছে। ছবির প্রধান চরিত্রেই অভিনয় করছেন মল্লিকা। তবে চমক দেয়ার মতো খবর হলো- ‘জিনাত’-এ আবারও নগ্ন হয়েছেন মল্লিকা সারাওয়াত। সম্প্রতি একটি গানের শুটিং হয় মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। এতে বাথটাবে মল্লিকা নগ্ন হয়ে কাজ করেছেন। এর একটি ছবিও মল্লিকা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি প্রকাশের পর পরই সেটি ভাইরাল হয়েছে। ক্যাপশনে মল্লিকা লিখেন, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম নতুন ছবির গানের শুটিংয়ে। তাও আবার বাথটাবে। কেমন লাগছে আমাকে? এদিকে মল্লিকার এ পোস্টের পর পরই আলোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর বিয়ের পর ছবিতে প্রথমবারের মতো নগ্ন হল মল্লিকা সারাওয়াত।
