বিনোদন ডেস্ক: বাড়িতেই জমিয়ে নাচের অনুশীলন করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আয়ুষ্মান খুরানা ও ভূমি পেডনেকর অভিনীত ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির ‘কানহা’ গানের সঙ্গে নাচতে দেখা গেল জাহ্নবীকে। নিজেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীদেবী কন্যা।
অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবে যথেষ্ট খ্যাতি ছিল শ্রীদেবীর। তার মেয়ে জাহ্নবীও নাচটা মন্দ করেন না। ‘কানহা’ গানের সঙ্গে তার নৃত্যশৈলীতে উঠে এল ভারতীয় ধ্রুপদী নৃত্যকলা। যা মন কেড়েছে জাহ্নবীর অনুরাগীদের। জাহ্নবী যখন নাচের অনুশীলন করছেন, তখন সোফায় শুয়ে থাকতে দেখা গেল তার বোন খুশি কাপুরকে।
খুশি অবশ্য নিজের খেয়ালে মোবাইলে মগ্ন ছিলেন। ভিডিওটি পোস্ট করে জাহ্নবী লিখেছেন, আশাকরি আপনারা ভিডিয়োতে খুশিকে দেখে বেশি আনন্দিত। জাহ্নবীর পোস্ট করা ভিডিয়োতে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। প্রসঙ্গত, ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিতে ‘কানহা’ গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শাশা তিরুপতি। এই গানটি গেলে ৬৩ তম ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন শাশা।