বিনোদন রিপোর্টার: নায়িকা মুনমুন এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নব্বই দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা ছিলেন তিনি। এবার সেই মুনমুন নায়িকা নয়, গায়িকারূপে হাজির হলেন সবার মাঝে।
বুধবার (২৭ জানুয়ারি) ‘বাউলা মাইয়া’ শিরোনামে ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। ওমর ফারুক ফারহান এ গানের কথা লিখেছেন। সুর করেছেন জীবন ওয়াসিফ। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। এতে মডেলও হয়েছেন মুনমুন। ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।
গান প্রসঙ্গে মুনমুন বলেন, নতুন বছরের নতুন গানে কণ্ঠ দিলাম। আমি গায়িকা নই, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।
গানটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শ্রোতারা মুনমুনের প্রশংসা কুরছেন।