বিনোদন রিপোর্টার : চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা নিপুণ আর অপু বিশ্বাস। দু’জনের মধ্যে সম্পর্কটাও বেশ। একে অপরের পাশে ছিলেন কঠিন সময়েও। রূপালি পর্দায় এই দুই অভিনেত্রী একসঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। এর মধ্যে রয়েছে ‘পিতার আসন’, ‘শুভ বিবাহ’, ‘আদরের জামাই’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’।
ঈদ উপলক্ষে অপুকে শাড়ি উপহার দিলেন নিপুণ। উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত অপু। জানা গেছে, দিল্লি থেকে আনা কাঞ্চিবরণ এই শাড়ির দাম প্রায় ৪০ হাজার টাকা। অপু তার ফেসবুকে শাড়ির কিছু ছবিও প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন- ‘নিপুণ আপুর কাছ থেকে ঈদের উপহার পেলাম। আমার মনটা শুধু আপুকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাতে চায়।’
অপুকে উপহার দিতে পেরে নিপুণও দারুণ খুশি। তিনি বলেন ‘অপু খুব মিষ্টি একটা মেয়ে। ইন্ডাস্ট্রিতে অনেক সহকর্মী আছে। কিন্তু সবার থেকে অপু আমার কাছে আলাদা। আমাদের বন্ধনটা আজীবন এভাবেই থাকবে।’