স্পোর্টস রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় পাকুন্দিয়া উপজেলায় শেষ হলো ভলিবল প্রতিযোগিতা। ফাইনালে হোসেন্দী পূর্ব পাড়াকে সরাসরি ২-০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সালুয়াদী স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান হামদু।
এর আগে দুটি সেমিফাইনল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে নারান্দী স্পোর্টিং ক্লাবকে ২-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সালুয়াদী স্পোর্টিং ক্লাব। আরেক সেমেফাইনালে জমজমাট লড়াই করে হোসেন্দী মধ্যপাড়াকে ২-১ সেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে ছিলো হোসেন্দী পূর্ব পাড়া। চার দলের এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে সালুয়াদী স্পোর্টিং ক্লাবের বাদশা মিয়া। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
