সদ্যপ্রাপ্ত

“পুতিন যুদ্ধাপরাধী”

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক হামলা চালানোর মাধ্যমে পুতিন যুদ্ধাপরাধীতে পরিণত হয়েছে এমনটি উল্লেখ করে মার্কিন সিনেটে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে। পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানানোর লক্ষ্যে এরইমধ্যে উক্ত প্রস্তাবে সর্বসম্মতি দিয়েছেন মার্কিন সিনেটের সদস্যরা।

বিবিসির খবরে আরো বলা হয়, সিনেট সদস্যরা পুতিন ও তার সরকারের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসাথে তারা ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়ান বাহিনী। এর তীব্র নিন্দা জানান সিনেটের সদস্যরা।

ভোটের আগে, সিনেটের এক নেতা চাক শুমার একটি বক্তৃতা দিয়েছিলেন। তাতে তিনি বলেন, ইউক্রেনে চলমান নৃশংসতার জবাব পুতিন এবং রাশিয়ান বাহিনীকে দিতে হবে।

Check Also

বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *