স্টাফ রিপোর্টার: সংসদ সদস্য ও বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) করোনায় আক্রান্ত হয়েছেন সপ্তাহ খানেক আগেই। এখন তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এবার জানা গেলো তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসীও করোনায় আক্রান্ত। আজ এ তথ্য নিশ্চিত করেন ফারুক নিজেই।
ফারুক বলেন, আমার অবস্থা আগের থেকে ভালো। তবে মেয়েটা করোনায় আক্রান্ত হয়েছে। ও এখন বাসাতেই আইসোলোশনে আছে। ফারুক আরও জানান, সেবা যত্ন করতে গিয়ে তার সংস্পর্শে মেয়ের করোনা ছড়াতে পারে।
এদিকে, ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন ফারুক ও তার মেয়ে যেহেতু করোনায় আক্রান্ত স্ত্রী ফারহানা পাঠানও করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু ফারুকের স্ত্রী পুরোপুরি সুস্থ। সাত বার তার করোনা টেস্ট হয়। প্রতিবারই ফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি ফারুকের সঙ্গেই আছেন।