স্পোর্টস ডেস্ক : ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে এটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর ওই হার দিয়েই দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ায়ের ইতি টানলেন কাকা। শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তবে খেলায় এর কোনো প্রভাব পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তিনি। তবে বিদায়টা হাসি মুখে নিতে পারেন নি কাকা। ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাকা’র দলকে। এদিন কাকাকে সম্মাননা জানায় পুরো ওরল্যান্ডো সিটি ক্লাব।

Brazilian Footballer Kaka