“”বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু।
মোঃ মেহেদী হাসান সবুজ
(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮শে মে) বেলা ১১টায় বদলগাছী উপজেলা শহরের জেলা পরিষদ ডাংক বাংলোর হলরুমে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিনের সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাঃসম্পাদক
নূর মোহাম্মদ লাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাঃসম্পাদক মিজানুর রহমান কিশোর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার।
বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান
আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, সাঃসম্পাদক আবু বক্কর সিদ্দিক,
ইকবাল আজম, হীরা, এস এম মোস্তাকিম, শরিফুল,দুলাল সাখাওয়াত,তুষার, বিপুল, মিঠু,সাব্বির প্রমুখ।