মোঃ মেহেদী হাসান সবুজ , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ-র ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলা ডাক-বাংলা চত্ত্বরে বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু খালেদ বুলু সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু হাসনাত মিজানুর রহমান কিশোর, সাধারণ সম্পাদক বদলগাছী উপজেলা আওয়ামী লীগ। বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ সাবেক কমান্ডার বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, গোলাম সাকলাইন সুবেল,প্রচার সম্পাদক এস,এম তৌফিক মান্নান
সদস্য মাহাবুব আলম জামিল, পলাশ,যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু, সাধারণ সম্পাদক মো জনি আলম, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমেদ শ্যামল,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সুজন
স্বেচ্চাসেবক লীগ সভাপতি মোঃ আবু শাহীন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, কৃষক লীগ সভাপতি মোঃ ছানাউল ইসলাম হিরো,ছাত্রলীগ সভাপতি মোঃ সুমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচীতে উপজেলার ডাক বাংলোতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে মালা প্রদান,কেক কাটার মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়।
কর্মসূচী শেষে নেত্রীবৃন্দ রালির মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ নেন।