স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পাসে দায়িত্ব পালনরত অবস্থায় দুইজন সাংবাদিক হেনস্থার শিকার হন।
এ সময় ভিডিও করতে চাইলে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ১ এর নিচতলায় এ ঘটনা ঘটে।
আহত দুই ক্যাম্পাস সাংবাদিক হলেন-আঞ্চলিক দৈনিক আজকের বার্তার আজম খাঁন ও সময় জার্নালের তারিকুল ইসলাম। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, বরং দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।