স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশন শেষ করে এবার মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সাম্প্রতিক পারফরম্যান্স ও দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই বিবেচনায় এই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন ক্রিকেটপ্রেমীরা।
তবে শ্রীলঙ্কা চাইছে অন্য কিছু। বাংলাদেশকে তিন ম্যাচের সবক’টিতে হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠতে চায় দলটি। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আসান্থা ডি মেল মনে করেন, র্যাঙ্কিংয়ে উপরে ওঠার সিঁড়ি হিসেবে তামিম-মুশফিকদের ৩-০ ব্যবধানে হারানো দরকার।
আইসিসি র্যাঙকিংয়ে আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। দলটির রেটিং পয়েন্ট ৭৯। লংকার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে লাল-সবুজ জার্সিধারীরা।
অবশ্য এ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও র্যাঙ্কিংয়ে উপরে ওঠা সম্ভব নয় লংকানদের।