স্পোর্টস ডেস্ক: পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। সোশ্যাল হ্যান্ডেল টুইটারে এই খবর নিজেই জানিয়েছেন তিনি।
বাবা হওয়ার খবর জানিয়ে টুইটারে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হলো আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’
একই সঙ্গে তাদের গোপনীয়তা বজায় রাখার জন্য সবাইকে আবেদন করে যুবরাজ লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ভালবাসা-সহ হ্যাজেল এবং যুবরাজ।’
এই খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুবরাজের ভক্তরা তাকে শুভেচ্ছা জানান।
২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেন যুবরাজ সিং।